ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

জাতীয়

মালয়েশিয়ায় যাচ্ছেন তারেক!

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩১, জানুয়ারি ২৪, ২০১৫
মালয়েশিয়ায় যাচ্ছেন তারেক! তারেক রহমান

ঢাকা: সদ্য প্রয়াত ছোটো ভাই আরাফাত রহমান কোকোকে দেখতে লন্ডন থেকে মালয়েশিয়া যাচ্ছেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার দুপুরে মালয়েশিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে কোকোর মৃত্যুর ঘণ্টা চারেক পর তারেক রহমানের ঘনিষ্ঠ এক সূত্র বাংলানিউজকে এ খবর নিশ্চিত করে।



সূত্র জানায়, লন্ডনের ভাড়া বাড়িতে  অবস্থানরত তারেক মৃত্যু সংবাদ শোনার পর শোকে ম্যুহমান হয়ে পড়েন। মা খালেদা জিয়ার সঙ্গে দফায় দফায় ফোনে কথা বলছেন তিনি।

সূত্র বলছে, তারেক মালয়েশিয়ায় গিয়ে কোকোকে দেখার পর সোমবার মরদেহ ঢাকায় আনা হবে।

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।