ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

জাতীয়

দুর্ঘটনায় মৃত্যুর দু’দিন পেরুলেও হয়নি মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৪, জানুয়ারি ২৪, ২০১৫
দুর্ঘটনায় মৃত্যুর দু’দিন পেরুলেও হয়নি মামলা

সিলেট: ট্রাকে অগ্নিসংযোগের সময় শুক্রবার সিলেটে সংঘঠিত দুর্ঘটনায় মারা যান চালক শাহজাহান মিয়া। দক্ষিণ সুরমার তেতলী ইউনিয়নের আহমদপুর নিজ গ্রামের তার দাফনও সম্পন্ন হয়েছে।

তবে ঘটনার দু’দিন পেরুলেও শনিবার (২৪ জানুয়ারি) দুপুর পর্যন্ত থানায় কোনো মামলায় হয়নি।

পুলিশের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলে বাংলানিউজকে জানান দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল।

তিনি বলেন, ঘটনায় জড়িতদের গ্রেফতারে চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সিলেটের দক্ষিণ সুরমার বদিকোনায় সিলেট-ঢাকা মহাসড়কে ট্রাকে পেট্রোল বোমা ছুড়ে আগুন দেয় অবরোধকারীরা। এতে চালক আগুনে দগ্ধ হলে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়।

এসময় ঘটনাস্থলে মারা যান অটোরিকশা চালক শাহজাহান মিয়া। আগুনে দগ্ধ হয়ে চালকের স্টিয়ারিংয়ে থাকা নিটল টাটা কোম্পানির কারিগর নিরঞ্জন সিংহ এখন ওসমানী হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।