ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

জাতীয়

রাজধানীর খিলগাঁওয়ে অস্ত্রসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৬, জানুয়ারি ২৪, ২০১৫
রাজধানীর খিলগাঁওয়ে অস্ত্রসহ আটক ২ প্রতীকী

ঢাকা: রাজধানীর খিলগাঁও থানার তিলপাপড়া এলাকা থেকে অস্ত্র-গুলিসহ দুইজনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শুক্রবার (২৩ জানুয়ারি) দিনগত রাতে নাসির হাওলাদার ও ইউসুফ আলী নামে এই দুইজনকে আটক করা হয়।



ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারের এডিসি সাইদুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিলপাপাড়ার সাত নম্বর রোডের ২১৮ নম্বর বাড়ির সাদিয়া এন্টারপ্রাইজে অভিযান চালায় পুলিশ।

এ সময় সেখান থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও তিন রাউন্ড গুলি জব্দ করা হয়। ‍

এছাড়া একটি সিএনজি চালিত অটোরিকশাও জব্ধ করা হয় বলে জানান এডিসি সাইদুর রহমান।   

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।