ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

জাতীয়

গোবিন্দ হালদারের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪৫, জানুয়ারি ১৭, ২০১৫
গোবিন্দ হালদারের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

ঢাকা: প্রখ্যাত সুরকার, গীতিকার গোবিন্দ হালদারের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাষ্ট্রপতির প্রেসসচিব ইহসানুল করিম বাংলানিউজকে জানান, শোক বাণীতে রাষ্ট্রপতি বলেছেন, স্বাধীনতা যুদ্ধে গোবিন্দ হালদারের গানগুলো মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করেছিলো।

মুক্তিযুদ্ধে অবদানের জন্য বাংলাদেশ চিরদিন গোবিন্দ হালদারকে শ্রদ্ধাভরে স্মরণ করবে।

শোক বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, খ্যাতিমান এই গীতিকারের মৃত্যুতে বাংলাদেশের মানুষ তাদের একজন অকৃত্রিম বন্ধুকে হারালো। আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় প্রয়াত এ গীতিকারের লেখা ও সুরারোপিত গান যেমনিভাবে মুক্তিযোদ্ধাদের উদ্দীপ্ত করেছিল তেমনি সেসময়ের অবরুদ্ধ দেশবাসীকেও মুক্তির প্রেরণায় উজ্জীবিত করেছিল। বাংলাদেশের মানুষ চিরদিন তাঁকে গভীর শ্রদ্ধা এবং ভালোবাসার সাথে স্মরণ করবে।

পৃথক শোক বার্তায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী গোবিন্দ হালদারের বিদেহী আত্মার মঙ্গল কামনা করেন। তার শোকসন্তপ্ত পরিবার, অংসখ্য ভক্ত ও গুণগ্রাহীর প্রতি গভীর সমবেদনা জানান।

শনিবার বেলা পৌনে ১১টার দিকে কলকাতার মানিকতলা জেএন রায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান গোবিন্দ হালদার। তিনি দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন।

গোবিন্দ হালদার একজন বাঙালি গীতিকার। মুক্তিযুদ্ধের সময় তার রচিত উল্লেখযোগ্য গানের মধ্যে মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, এক সাগর রক্তের বিনিময়ে, পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, লেফট রাইট লেফট রাইট, হুঁশিয়ার হুঁশিয়ার, পদ্মা মেঘনা যমুনা, চলো বীর সৈনিক, হুঁশিয়ার, হুঁশিয়ার বাংলার মাটি অন্যতম।

বাংলাদেশ সময় ১৩৪৬ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।