ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

জাতীয়

যশোরে রেললাইন থেকে যুবকের মৃতদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৬, জানুয়ারি ১৫, ২০১৫
যশোরে রেললাইন থেকে যুবকের মৃতদেহ উদ্ধার ছবি: প্রতীকী

যশোর: যশোর রেলগেট এলাকা থেকে অজ্ঞাতপরিচয় (২৭) এক যুবকের লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে মৃতদেহটি উদ্ধার করা হয়।


 
যশোর জিআরপি পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মনির বাংলানিউজকে জানান, বিকেলে ঢাকাগামী চিত্রা ট্রেনে ওই যুবকের গলাকাটা পড়ে। পরে এলাকাবাসীর মাধ্যমে সংবাদ পেয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

মৃতদেহের পরিচয় না পেয়ে গোটা এলাকায় মাইকিং করা হয়েছে। তবে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত মৃতদেহটি কেউ সনাক্ত করেনি। ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছে।
               
বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।