ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

জাতীয়

লক্ষ্মীপুরে ৮০ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪১, জানুয়ারি ১৫, ২০১৫
লক্ষ্মীপুরে ৮০ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগতিতে জাটকা নিধনে ব্যবহৃত প্রায় ৮০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
 
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে রামগতি ঘাট এলাকায় এসব ধ্বংস করা হয়।

 
 
এর আগে, সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলা মৎস্য অফিস ও কোস্টগার্ড মেঘনা নদীতে যৌথ অভিযান চালিয়ে জাটকাসহ কারেন্ট জাল জব্দ করে। পরে, উদ্ধার হওয়া জাটকা এতিমখানা ও গরীবদের মধ্যে বিতরণ করা হয়।  
 
রামগতি কোস্টগার্ড কন্টিজেন্ট কমান্ডার ইকবাল বাহার বিষয়টি নিশ্চিত করেছেন।
 
বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।