ঢাকা, বুধবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

জাতীয়

রাজধানীর মিরপুরে গৃহকর্মীর লাশ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৭, জানুয়ারি ১৫, ২০১৫
রাজধানীর মিরপুরে গৃহকর্মীর লাশ উদ্ধার ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর মিরপুর থেকে হীরা মণি (১২) নামের এক গৃহকর্মীর লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর সোয়া তিনটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক হীরাকে মৃত ঘোষণা করেন।



হীরা মিরপুর-১ নম্বর সেক্টর ৮৮/১ বড়বাগ এলাকার একটি বাড়িতে গৃহকর্মী হিসেবে কর্মরত ছিল।

গৃহকর্ত্রী শিরিন জানান, প্রায় দুই বছর আগে সাভার থেকে হীরাকে নিয়ে আসা হয় ঘরের কাজ করার জন্য। আজ (বৃহস্পতিবার) দুপুর দুইটার দিকে গোসল করতে গিয়ে দীর্ঘ সময় বের হয়নি হীরা। পরে বাথরুমের দরজা ভেঙে সাওয়ারের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ‍ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।