ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

জাতীয়

দেওয়ানগঞ্জে সাড়ে ৩ হাজার রাউন্ড গুলি উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৩, জানুয়ারি ১৫, ২০১৫
দেওয়ানগঞ্জে সাড়ে ৩ হাজার রাউন্ড গুলি উদ্ধার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জামালপুর: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ভারতীয় সীমান্তবর্তী গ্রাম পাথরেরচরে মাটির নিচ থেকে রাইফেলের ৩৭৪০ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে এসব গুলি উদ্ধার করা হয়।



পুলিশ জানায়, পাথরেরচর গ্রামে পল্লী চিকিৎসক মামুন মিয়ার বাড়ি নির্মাণের জন্য সকালে শ্রমিকরা মাটি কাটছিলেন। এসময় মাটির নিচে গুলিগুলো দেখতে পেয়ে পাথরেরচর বিওপির বিজিবি সদস্যদের খবর দেন তারা। পরে দেওয়ানগঞ্জ থানা পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে এসব গুলি উদ্ধার করে।

জামালপুর বিজিবি কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল তারিক কবির বাংলানিউজকে জানান, এসব মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর ব্যবহৃত গুলি বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

দেওয়ানগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বাংলানিউজকে জানান, গুলিগুলো অনেক পুরনো। মাটির নিচে থাকায় এগুলোর কার্যক্ষমতা নষ্ট হয়ে গেছে।

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।