ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

জাতীয়

প্রেমপ্রস্তাবে রাজি না হওয়ায় গাজীপুরে কিশোরীকে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১৩, জানুয়ারি ১৫, ২০১৫
প্রেমপ্রস্তাবে রাজি না হওয়ায় গাজীপুরে কিশোরীকে হত্যা ছবি: প্রতীকী

গাজীপুর: প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় গাজীপুরে আঁখি আক্তার (১৫) নামে এক কিশোরীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মেয়েকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হন বাবা সাইফুল ইসলাম।



বুধবার (১৫ জানুয়ারি) দিনগত রাত ৩টার দিকে গাজীপুর সদর উপজেলার উত্তর সালনা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনায় আহত আঁখির বাবার অবস্থা আশঙ্কাজনক বলে পারিবারিক সূত্রে জানা যায়।

নিহত আঁখির বাড়ি গাজীপুর সদর উপজেলার জয়দেবপুর থানাধীন উত্তর সালনা গ্রামে। সে স্থানীয় ফসিউদ্দিন উচ্চ বিদ্যালয়ের নবম শ্র্রেণির ছাত্রী ছিলো।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্র জানায়, বেশ কিছুদিন ধরে অজ্ঞাত একটি ছেলে আঁখিকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলো। এতে রাজি না হয়ে ঘটনাটি সে পরিবারকে জানায়। বুধবার দিনগত রাত তিনটার দিকে দুর্বৃত্তরা বাড়িতে হামলা করে আঁখিকে কুপিয়ে হত্যা করে।

মেয়ের চিৎকারে বাবা এগিয়ে গেলে সন্ত্রাসীরা তাকেও কুপিয়ে জখম করে। তাৎক্ষণিকভাবে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

গাজীপুর জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম বাংলানিউজকে জানান, খুনি বা খুনিচক্রকে আটকের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১২১৩ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।