ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

জাতীয়

যশোরে দু’টি মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৪৩, জানুয়ারি ১৫, ২০১৫
যশোরে দু’টি মরদেহ উদ্ধার

যশোর: যশোরের অভয়নগর উপজেলার ধোপাদী মধ্যপাড়া মাঠ থেকে অজ্ঞাতপরিচয় দু’টি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মরদেহ দু’টি ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।



বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল ৮টার দিকে মরদেহ দু’টি উদ্ধার করা হয়।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছয়রুদ্দিন আহম্মেদ সকাল সাড়ে ১০টায় বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত দু’টি মরদেহে  ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ও মুখের ভেতরে কাপড় ঢোকানো রয়েছে।

তিনি আরো জানান, ধারণা করা হচ্ছে অন্য এলাকা থেকে তাদের ধরে এনে কুপিয়ে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল ৮টার দিকে এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে নওয়াপাড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ধোপাদী মধ্যপাড়া মাঠ (নিমতলী মাঠ) থেকে মরদেহ দু’টি উদ্ধার করে পুলিশ।

এদিকে, সকালে জোড়া খুনের বিষয়টি জানাজানি হলে ধোপাদী মধ্যপাড়ায় হাজার হাজার লোকের সমাগম ঘটে। ২৩ নভেম্বর অভয়নগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোল্যা ওলিয়ার হত্যাকাণ্ডের পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছিল। এরই মধ্যে দু’টি মরদেহ উদ্ধারের ঘটনায় ওই এলাকায় আতঙ্ক আরো বেড়ে গেছে।

বাংলাদেশ সময়: ০৮৪০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।