ঢাকা, রবিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

জাতীয়

তুচ্ছ ঘটনায় মিরপুরে যুবককে ছুরি মেরে খুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪৪, জানুয়ারি ১৪, ২০১৫
তুচ্ছ ঘটনায় মিরপুরে যুবককে ছুরি মেরে খুন ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর মিরপুরের দারুস সালাম প্রথম কলোনী এলাকায় ছুরিকাঘাতে মো. শাহিন (১৮) নামে যুবক নিহত হয়েছেন। তিনি ফরিদপুর জেলার মধুখালী এলাকার সিদ্দিক মিয়ার ছেলে।



বুধবার (১৪ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত শাহিনের বন্ধু অনিক বাংলানিউজকে জানান, ওই এলকায় সুজনের মুদি দোকানে বসে ছিল শাহিন ও তার বন্ধু রাসেল। এসময় রাসেলের মোবাইল ফোন সেটটি সুজন হাতে নেয়। তবে মোবাইল সেটটি দেখার সময় মাটিতে পড়ে তার কাভার খুলে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে তিন জনের মধ্যে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে সুজন শাহিনের পেটে ছুরি মারেন।

গুরুতর আহত শাহিনকে প্রথমে স্থানীয় একটি হাসপাতাল পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নেওয়া হয়। দুপুর দেড়টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্প ইনচার্জ মোজাম্মেল হক শাহিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

বাংলাদেশ সময় : ১৩৪৩ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।