ঢাকা, রবিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

জাতীয়

সার্জেন্ট স্বপনের মরদেহ বুধবার দুর্গাপুরে পৌঁছাবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০৫, জানুয়ারি ১৪, ২০১৫
সার্জেন্ট স্বপনের মরদেহ বুধবার দুর্গাপুরে পৌঁছাবে সার্জেন্ট শহিদুল ইসলাম স্বপন

রাজশাহী: পশ্চিম আফ্রিকার আইভোরিকোস্টে জাতিসংঘ শান্তিমিশনে থাকাকালীন অসুস্থ হয়ে গত ২ জানুয়ারি মারা যান সার্জেন্ট শহিদুল ইসলাম স্বপন।

বুধবার (১৪ জানুয়ারি) রাজশাহীর দুর্গাপুর উপজেলার বখতিয়ারপুর গ্রামের বাড়িতে তার মরদেহবাহী একটি হেলিকপ্টার পৌঁছাবে বলে পরিবারিক সূত্রে জানা গেছে।



সেনাবাহিনীর একটি প্রতিনিধি দল স্বপনের পরিবারের সঙ্গে কথা বলে হেলিপ্যাডের জায়গাও নির্ধারণ করেছেন।

স্বপনের ছোটভাই মতিউল ইসলাম বিপুল জানান, স্বপন ১৯৯৩ সালে সেনাবাহিনীতে যোগ দেন। গত বছরের ২২ ফেব্রুয়ারি জাতিসংঘ শান্তিমিশনে পশ্চিম আফ্রিকার দেশ আইভোরিকোস্টে মেডিকেল কোরে যোগ দেন স্বপন।
সেখানে নিয়মিত দায়িত্বের পাশাপাশি অবসরে অন্য সবার মতো ভলিবল খেলতেন তিনি। গত বছরের ৩১ ডিসেম্বর ভলিবল খেলতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। ওই দিনই তাকে পশ্চিম আফ্রিকার একটি হাসপাতালে ভর্তি করা হয়।

ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২ জানুয়ারি তিনি মারা যান।

চারভাই ও তিনবোনের মধ্যে স্বপন সবার বড় হওয়ায় পরিবারের সবাই তার ওপরেই বেশি নির্ভর করতেন।
 
ভাইবোন  ও দুই মেয়েকে মানুষ করার স্বপ্ন পূরণের ইচ্ছা ছিল স্বপনের। কিন্তু সে স্বপ্ন পূরনের হওয়ার আগেই না ফেরার দেশে চলে যান তিনি। স্বপনের বড় মেয়ে নাছিদা নাজু সিনথিয়া জয়পুরহাট ক্যাডেটের নবম শ্রেণীর ছাত্রী। আর ছোট মেয়ে নওশীন তারান্নুন নীমু প্লে গ্রুপে পড়ছে।

মতিউল ইসলাম বিপুল জানান, পরিবারের একমাত্র ভরসা বড় ভাইয়ের মৃত্যুর সংবাদ শুনে ভেঙে পড়েছেন স্বপনের ভাই ও বোনেরা। বৃদ্ধ বাবা-মাও বাকরুদ্ধ হয়ে পড়েন।

স্বপনের মরদেহ বাড়িতে পৌঁছার পর নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।