ঢাকা, সোমবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

জাতীয়

টাঙ্গাইলে রেলে ফাটল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৪, জানুয়ারি ১৩, ২০১৫
টাঙ্গাইলে রেলে ফাটল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

টাঙ্গাইল: টাঙ্গাইল সদর উপজেলার গালা ইউনিয়নের কলাপচা এলাকায় ১৯১ ব্রিজ সংলগ্ন রেলে ফাটল দেখা দিয়েছে। এতে করে ট্রেন চলাচল ব্যাহত হচ্ছে।


 
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে এ ফাটল সৃষ্টি হয় বলে জানা গেছে।
 
টাঙ্গাইলের ঘারিন্দা স্টেশন মাস্টার জালাল উদ্দিন বাংলানিউজকে জানান, বিকেলে হঠাৎ করেই রেলে ফাটল দেখা দেয়। এ কারণে চলাচলরত ট্রেনের গতি কমনো হয়েছে। তবে এটা কোনো আতঙ্কের বিষয় নয়।
 
এ বিষয়ে সিনিয়র সাব ইঞ্জিনিয়ার মুকবুল আহমেদ জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। ঢাকা থেকে মেরামতের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম আনা হচ্ছে। এলেই ফাটলের স্থানটি দ্রুত সময়ের মধ্যে মেরামত করা হবে। তবে, এটা কোনো নাশকতা নয় বলে উল্লেখ করেন।
 
এ বিষয়ে টাঙ্গাইল র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার মোহিউদ্দিন ফারুকী বাংলানিউজকে বলেন, ঘটনাস্থল আমরা পরিদর্শন করেছি। ফাটল স্থানটি মেরামতের জন্য সার্বিক সহযোগিতা করা হচ্ছে।
 
বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ