ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

জাতীয়

না’গঞ্জে বিদ্যুতস্পৃষ্টে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৩, জানুয়ারি ১৩, ২০১৫
না’গঞ্জে বিদ্যুতস্পৃষ্টে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু

ঢাকা: নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার যাত্রামুড়া এলাকায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে আবদুর রব (৪৫) ও জিয়াউর রহমান (৪০) নামে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল ৪টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

তারা দুইজনই রূপগঞ্জ থানাধীন যাত্রামুড়া এলাকার তিতাস গ্যাস অফিস সংলগ্ন একটি জায়গায় বাড়ির পাইলিংয়ের কাজ করছিলেন।

এ বিষয়ে জায়গার মালিক দেলওয়ার হোসেন বাংলানিউজকে জানান, রূপগঞ্জ থানার যাত্রামুড়া এলাকার তিতাস গ্যাস অফিস সংলগ্ন আমার খালি জায়গায় তারা পাইলিংয়ের কাজ করছিল। এমন সময় একটি রড তারা উপরের দিকে বাঁকা করতে গিয়ে তা বিদ্যুতের তারের সঙ্গে লাগে। এতে তারা দুইজনই বিদ্যুতস্পৃষ্ট হয়।

এরপর তাদের সেখান থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। কিন্তু সেখানে তাদের মৃত্যু হয়।

ঢামেক ক্যাম্প পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।