ঢাকা, রবিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

জাতীয়

শাহজালালে সিগারেট পাচারের সময় মোটরযানচালক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:১৮, জানুয়ারি ১৩, ২০১৫
শাহজালালে সিগারেট পাচারের সময় মোটরযানচালক আটক ফাইল ফটো

ঢাকা: রাজধানীর হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অবৈধভাবে সিগারেট পাচারের সময় বিমানের মোটরযান শাখার এক চালককে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

ওই চালকের নাম রানু মিয়া (৪৫)।



সোমবার রাত ১০টার দিকে বিমানবন্দরের হ্যাঙ্গার গেট থেকে মোটরযানে করে ১৮ কার্টন জাপানি সিগারেট পাচারের সময় তাকে আটক এবং সিগারেট জব্দ করা হয়।

তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা হয়েছে।

এ বিষয়ে এপিবিএনের এএসপি আল-আমিন ও আসমা আর জাহান বাংলানিউজকে জানান, বিমানের গাড়ি নিয়ে এর ভেতরে সুকৌশলে ১৮ কার্টন জাপানি সিগারেট নিয়ে রানু মিয়া হ্যাঙ্গার গেট পার হচ্ছিলেন।

এ সময় এপিবিএন সদস্যদের সন্দেহ হলে তল্লাশি চালায়। তল্লাশি চালানোর পর ১৮ কার্টন জাপানি সিগারেট জব্দ করা হয় এবং ওই চালককে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৮১৯ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।