ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

জাতীয়

কুমারখালীতে দুর্বৃত্তদের গুলিতে শিক্ষক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:২৫, জানুয়ারি ২৪, ২০১৫
কুমারখালীতে দুর্বৃত্তদের গুলিতে শিক্ষক নিহত

কুষ্টিয়া: কুষ্টিয়া কুমারখালীতে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে মহেন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম (৪৮) নিহত হয়েছেন।

শনিবার (২৪ জানুয়ারি) রাত দেড়টায় উপজেলার দয়ারামপুর গ্রামে ইটভাটা থেকে ফিরে নিজ বাড়িতে সামনে এ ঘটনা ঘটে।



কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বাংলানিউজকে জানান, শিক্ষক রবিউল ইসলাম তার এমএমআর ব্রিকস ইটভাটা থেকে ফিরে মোটরসাইকেল নিয়ে নিজ বাড়িতে প্রবেশের সময় আগে থেকে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়ে। এতে তার কানের লতি ও বুকের পাজরে গুলি বিদ্ধ হয়।

পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, রাতেই শিক্ষক রবিউল ইসলাম হত্যার সঙ্গে জড়িত সন্দেহে ওহিদুল ইসলাম নামে তার এক ব্যবসায়ীক পার্টনারকে আটক করে পুলিশ।

ধারণা করা হচ্ছে ইটভাটা পরিচালনা নিয়ে দ্বন্দ্বে এ খুনের ঘটনা ঘটেছে। তবে, হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ০৯২২ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।