ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

জাতীয়

রূপগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত ১০

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৬, জানুয়ারি ১০, ২০১৫
রূপগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত ১০

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জে সন্ত্রাসবিরোধী সমাবেশকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, গুলিবিনিময় ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পথচারীসহ অন্তত ১০ জন আহত হয়।



শনিবার দুপুরে (১০ জানুয়ারি) উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মাছিমপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে সফিউল্লাহ মিয়া (৪০), ছগির মিয়া (২৩), সালাম (২৫), ফরিদ মিয়া (৩৩), আল-আমিনের (২৮) নাম জানা গেছে। আহতদের স্থানীয় ও ঢাকার বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মাছিমপুর এলাকায় মাদক ব্যবসা থেকে শুরু করে প্রভাব ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আলমাছ গ্রুপের সঙ্গে শওকত গ্রুপের দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছিল। এ নিয়ে এলাকায় একাধিকবার ওই দুই পক্ষের মধ্যে গুলিবিনিময় ও সংঘর্ষের ঘটনা ঘটে।

শনিবার বিকেলে মাছিমপুর এলাকার ভ্রাম্মণগাঁও মাঠে সন্ত্রাসবিরোধী সমাবেশের আয়োজন করে আলমাছ গ্রুপের প্রধান তোফায়েল আহাম্মেদ আলমাছ। সেখানে স্থানীয় সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীর (বীর প্রতীক) প্রধান অতিথি হিসেবে থাকার কথা ছিল।

দুপুর ১টার দিকে ওই সমাবেশে শওকত গ্রুপের লোকজন আসলে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে বিভিন্ন আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে দুই পক্ষ ধাওয়া-পাল্টা ধাওয়া, গুলিবিনিময় ও  সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে পথচারীসহ অন্তত ১০ জন আহত হয়। তবে কেউ গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া যায়নি।

পরে ঘটনাস্থল পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিকে, এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। যেকোনো সময় ফের সংঘর্ষের আশঙ্কা রয়েছে।  

অন্যদিকে, বিকেল ৩টার দিকে সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী সমাবেশে এসে উপস্থিত হন।

বাংলানিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এবিএম মেহেদী মাসুদ।

বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।