ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

জাতীয়

বুড়িগঙ্গায় ৭০ মণ জাটকা উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২২, জানুয়ারি ৮, ২০১৫
বুড়িগঙ্গায় ৭০ মণ জাটকা উদ্ধার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের পাগলা কোস্ট গার্ড স্টেশন বুড়িগঙ্গায় একটি লঞ্চে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৭০ মণ জাটকা মাছ উদ্ধার করেছে। এসব মাছের মূল্য প্রায় সাড়ে ৮ লাখ টাকা।



বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) সকালে এই বিপুল পরিমাণ মাছ উদ্ধার করা হয়।

পাগলা কোস্ট গার্ড প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, পাগলা’র স্টেশন কমান্ডার সাব লেফটেন্যান্ট হাসানুর রহমানের তত্ত্বাবধানে একটি অপারেশন দল বুড়িগঙ্গা নদীতে নিয়মিত টহলকালে ‘নিউ সাব্বির-৩’ ও ‘এম ভি রাজহংস-৭’ যাত্রীবাহী লঞ্চ থেকে মালিকবিহীন অবস্থায় আনুমানিক ২৮০০ কেজি (৭০ মণ) অবৈধ জাটকা উদ্ধার করে। টিম লিডার চিফ পেটি অফিসার হুমায়ূন কবীরের নেতৃত্বে আটককৃত জাটকাগুলো নারায়ণগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা বিভিন্ন এতিমখানায় বিতরণ করেছেন।

কোস্ট গার্ড স্টেশন পাগলার স্টেশন কমান্ডার সাব লেফটেন্যান্ট হাসানুর রহমান বলেন, আগামী দিনগুলোতেও বাংলাদেশ কোস্ট গার্ড এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।