রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলে অংশ নেওয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৩১ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাজধানীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিলে অংশ নেওয়া নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের মোট ১৩১ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৬ নেতাকর্মীর পরিচয় মিলেছে। তারা হলেন- কক্সবাজার জেলার ডুলহাজারা ইউনিয়নের ছাত্রলীগের সহ-সভাপতি এখলাস মিয়া (২৮), খাগড়াছড়ি জেলার মহালছড়ি থানার ছাত্রলীগের সভাপতি মো. জিয়াউর রহমান (৩৬), আওয়ামী লীগের সক্রিয় কর্মী ও রাজধানীতে দলীয় মিছিল-সমাবেশে অংশগ্রহণকারী সাইফুল ইসলাম (৪০), মাদারীপুর সদর উপজেলার যুবলীগের সাবেক আহ্বায়ক জুয়েল আহাম্মেদ রনি (৩৯), আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী মো. রিয়াজ উদ্দিন (৪৯) ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মো. আক্তার হোসেন (৪৭)।
তাদের গ্রেপ্তারের বিষয়ে তালেবুর রহমান জানান, সোমবার (২০ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর উত্তরা থানা এলাকায় অভিযান পরিচালনা করে ডিবি-সাইবার বিভাগের একটি টিম এখলাস মিয়া ও পোস্তাগোলা এলাকা থেকে সাইফুল ইসলামকে গ্রেপ্তার করে।
মঙ্গলবার সকালে আদাবর এলাকা থেকে ডিবি-গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনাল টিম মো. জিয়াউর রহমানকে গ্রেপ্তার করে। ভোরে গুলিস্তানের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে জুয়েল, রনি, রিয়াজ ও আক্তারকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে।
এজেডএস/এমএমআই/এমজে