বাংলাদেশ টেলিভিশন বিটিভির স্টাফ রিপোর্টার ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির সাবেক ক্রীড়া সম্পাদক মাহবুবুর রহমান খোকনের পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
হুমকি পাওয়ার পর নিরাপত্তা চেয়ে শিবপুর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ওই সাংবাদিকের ছোট ভাই মো. ফারুক মিয়া।
ঘটনাটি ঘটেছে নরসিংদী জেলার শিবপুর উপজেলার জয়নগর পশ্চিমপাড়া গ্রামে। ফারুক মিয়া ওই গ্রামের মৃত আমির আলীর ছেলে।
ফারুক মিয়া জানান, আমার প্রতিবেশী মৃত রজব আলীর ছেলে হযরত আলী (৬০), হযরত আলীর ছেলে মো. রাজিব (৩০) ও নজরুল ইসলাম (৩৫) এবং মৃত আজম আলীর ছেলে নাসির উদ্দিন তাদের সঙ্গে আমাদের জমি জমাসহ পারিবারিক বিভিন্ন বিষয়াদি নিয়ে মনোমালিন্য আছে। আমাকে নিরীহ পেয়ে নানাভাবে বিরক্ত করেন। পারিবারিক বিষয়টি স্থানীয়ভাবে একাধিকবার নিষ্পত্তির চেষ্টা করা হয়েছে। তারা এলাকার সালিশ দরবারে উপস্থিত না হয়ে বিভিন্নভাবে আমাকে হয়রানি করছে।
গত ১৯ অক্টোবর রাত অনুমান ১১টায় বিবাদীরা আমার চা দোকানের সামনে এসে আমাদের জমির সীমানার কাঁচা বেড়া সরিয়ে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করে। আমি তাদের প্রস্তাবে রাজি না হওয়ায় আমার সঙ্গে বাকবিতণ্ডায় লিপ্ত হয়। এ সময় বিবাদীরা ক্ষিপ্ত হয়ে আমাকে অশ্রাব্য গালমন্দ ও মারমুখি আচরণ করে। আমকে বাড়ি ছাড়া করবে, আমাকে খুন করে লাশ গুম করে ফেলাসহ বিভিন্ন ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে। বিবাদীরা কর্তৃক আমার অপূরণীয় ক্ষতির আশঙ্কা করছি। বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানিয়ে আমি থানায় সাধারণ ডায়েরি করেছি।
এ বিষয়ে হযরত আলীর ছেলে মো. রাজিব জানান, আমরা হুমকি দেইনি, বলেছি বেড়া সরাইতে। আমরা সালিশ দরবারে বসতে চাই। আগের দরবারে সমস্যার কারণে বসতে পারিনি। এখন যেকোনো সময় বসতে চাই।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসাইন জিডির সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
টিএ/আরআইএস