ঢাকা, রবিবার, ৩ কার্তিক ১৪৩২, ১৯ অক্টোবর ২০২৫, ২৬ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

আগুন নির্বাপণে যোগ দিয়েছে সেনাবাহিনী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০৬, অক্টোবর ১৮, ২০২৫
আগুন নির্বাপণে যোগ দিয়েছে সেনাবাহিনী ছবি: জি এম মুজিবুর

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী।  

শনিবার (১৮ অক্টোবর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে গণমাধ্যমকে বিষয়টি জানানো হয়।

এতে আরও জানানো হয়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। এ ছাড়া ফায়ার সার্ভিসের পাশাপাশি নৌ বাহিনী, বিমান বাহিনী ও বাংলাদেশ সিভিল অ্যাভিয়েশন কাজ করছে।

এদিকে ফায়ার সার্ভিস থেকে জানা যায় ৩১ ইউনিট আগুন নির্বাপণে কাজ করছে। এ ছাড়া ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল ঘটনাস্থলে উপস্থিত আছেন।

এজেডএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।