ঢাকা, বুধবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

জাতীয়

জনস্বাস্থ্যের জরুরি পরিস্থিতিতে বাংলানিউজে দ্রুত খবর প্রকাশ পায়: ডা. মুশতাক

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১০, জুলাই ১, ২০২৫
জনস্বাস্থ্যের জরুরি পরিস্থিতিতে বাংলানিউজে দ্রুত খবর প্রকাশ পায়: ডা. মুশতাক

ঢাকা: জনস্বাস্থ্যের জরুরি পরিস্থিতি বিষয়ে বাংলানিউজে দ্রুত খবর প্রকাশ পায় বলে জানিয়েছেন সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এবং বর্তমান উপদেষ্টা ডা. মুশতাক হোসেন।

মঙ্গলবার (১ জুলাই) বাংলানিউজের প্রধান কার্যালয়ে গণমাধ্যমটির ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন।

বাংলানিউজকে শুভেচ্ছা জানিয়ে ডা. মুশতাক হোসেন বলেন, জনস্বাস্থ্যের জরুরি পরিস্থিতিতে বাংলানিউজ সব সময় আমার সাথে যোগাযোগ করেন এবং বাংলানিউজে দ্রুতই খবরটা প্রকাশ পায়। যখন জনস্বাস্থ্যের কোনো জরুরি পরিস্থিতি হয়, তখন দ্রুত খবর প্রকাশের একটা মূল্য আছে। আশা করি, আগামীতেও জনস্বাস্থ্যের জরুরি বিষয়গুলো বাংলানিউজ প্রাধ্যান্য দেবে এবং দ্রতই নীতি নির্ধারকসহ সবার কাছে পৌঁছে দিতে সক্ষম হবে। কোভিড মহামারি সময়ে আমি দেখেছি, দ্রুত মানুষকে খবরগুলো জানাতে এটা খুবই কাজে লেগেছিল।  

আজকে ১৬ বছরে পদার্পণ করেছে বাংলানিউজ। এই দীর্ঘপথ পাড়ি দিয়ে বাংলানিউজ আজ সাফল্যের শীর্ষে অবস্থান করছেন। আজকের শুভ দিনে বাংলানিউজের সব সাংবাদিক, কলামিস্টসহ সবাইকে অভিনন্দন জানাই।  

আরকেআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।