ঢাকা, বুধবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

জাতীয়

বাংলানিউজ মুক্ত গণমাধ্যম ও গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা রাখবে: কামাল উদ্দিন সবুজ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২৭, জুলাই ১, ২০২৫
বাংলানিউজ মুক্ত গণমাধ্যম ও গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা রাখবে: কামাল উদ্দিন সবুজ

ঢাকা: দেশের অন্যতম শীর্ষ অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কমকে শুভেচ্ছা জানিয়েছে দৈনিক দেশ রূপান্তর পত্রিকা।

 ১৬ বছরে পদার্পণ উপলক্ষে মঙ্গলবার (১ জুলাই) সকালে বাংলানিউজের অফিসে এসে দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সম্পাদক জ্যেষ্ঠ সাংবাদিক কামাল উদ্দিন সবুজ এ শুভেচ্ছা জানান।

 

এ সময় জ্যেষ্ঠ সাংবাদিক কামাল উদ্দিন সবুজ বলেন, বাংলাদেশের মিডিয়ায় বাংলানিউজটোয়েন্টিফোর.কম বড় ধরনের অবদান রাখছে। আজকের এই শুভ দিনে আমি আশা করব বাংলানিউজ আগামীতে বাংলাদেশের মুক্ত গণমাধ্যম ও গণতন্ত্র পুনরুদ্ধারে সার্বিকভাবে বাংলাদেশের পক্ষে অবস্থান নেবে। পাশাপাশি ঐক্যবদ্ধ রাখার জন্য ভূমিকা রাখবে।

তিনি বলেন, ৫ আগষ্টের পর থেকে গণমাধ্যমগুলো অনেক কিছুই লিখতে পারছে। আমি মালিকদের উদ্দেশ্যে বলতে চাই গণমাধ্যমে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এমন কোনো কিছুই তারা করবে না বলে আমি আশা করি। উনারা নিশ্চয়ই বাংলাদেশের সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করেন। বাংলানিউজকে অসংখ্য ধন্যবাদ।

২০১০ সালের ১ জুলাই ‘সংবাদ বিনোদন সারাক্ষণ’ স্লোগানে যাত্রা শুরু করে বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ পিএলসির (ইডব্লিউএমজিপিএলসি) সংবাদ প্রতিষ্ঠান বাংলানিউজটোয়েন্টিফোর.কম।

দেড় দশকের দীর্ঘ পথচলায় বাংলানিউজের সঙ্গী হয়েছেন দেশ-বিদেশের লাখো-কোটি পাঠক ও শুভানুধ্যায়ী। ‘সাহসে ষোলোয়’ আরও সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় বাংলানিউজ পরিবারের।

বাংলানিউজ মনে করে, এর প্রাণ ও প্রেরণা পাঠক। বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীরা এর সবসময়ের সঙ্গী। এই শুভলগ্নে তাই বাংলানিউজ বিশেষ করে অভিনন্দন ও ধন্যবাদ জানাতে চায় সেই পাঠক, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের।

ইএসএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।