ঢাকা, শুক্রবার, ৩১ শ্রাবণ ১৪৩২, ১৫ আগস্ট ২০২৫, ২০ সফর ১৪৪৭

জাতীয়

নারী ও শিশুদের নিরাপদ আশ্রয় গড়ে তুলতে সরকার অঙ্গীকারবদ্ধ: উপদেষ্টা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২৩, জুন ২৬, ২০২৫
নারী ও শিশুদের নিরাপদ আশ্রয় গড়ে তুলতে সরকার অঙ্গীকারবদ্ধ: উপদেষ্টা শারমীন এস মুরশিদ

ঢাকা: নতুন বাংলাদেশে নারী ও শিশুদের জন্য নিরাপদ আশ্রয় গড়ে তুলতে সরকার অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু উপদেষ্টা শারমীন এস মুরশিদ। তিনি বলেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের এ যাত্রাকে আমি জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, ১১ জন নারী শহিদ, শত শত আহত নারী ও শিশু এবং জুলাই যোদ্ধাদের প্রতি উৎসর্গ করছি।

 

বৃহস্পতিবার (২৬ জুন) ঢাকায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত শিশু ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে জাতীয় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, মেয়েরা যেন সহিংসতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে, সেজন্য তাদের আরও সোচ্চার হতে হবে। যেমনিভাবে গত জুলাইয়ে যেসব কন্যারা সাহসের সঙ্গে দাঁড়িয়েছিল, প্রতিবাদ করেছিল, পরিবর্তনের ডাক দিয়েছিল। এরা কেবল প্রতিবাদী নয়, এরা ভবিষ্যতের নির্মাতা।  

উপদেষ্টা আরও বলেন, দেশে শিশু ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ কেবল সরকারের একার পক্ষে সম্ভব নয়। প্রত্যেক ব্যক্তি, পরিবার, সমাজ ও দেশের সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত প্রয়াসে আমরা এই নবযাত্রার সূচনা করতে চাই। আমরা চাই একটি নতুন বাংলাদেশ যেখানে থাকবে যত্ন, সহানুভূতি এবং ন্যায়বিচার।  

কর্মশালায় সভাপতিত্ব করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এনডিসি। বিশেষ অতিথি ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার, নারী বিষয়ক সংস্কার কমিশনের সদস্য এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক।

অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর ও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।  

স্বাগত বক্তব্য রাখেন মহিলা ও শিশুবিষয়ক যুগ্ম সচিব ড. প্রকাশ কান্তি চৌধুরী।

জিসিজি/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।