ঢাকা, মঙ্গলবার, ২১ শ্রাবণ ১৪৩২, ০৫ আগস্ট ২০২৫, ১০ সফর ১৪৪৭

জাতীয়

মায়ের সঙ্গে অভিমান করে কলেজছাত্রের ‘আত্মহত্যা’

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৮, জুন ১৩, ২০২৫
মায়ের সঙ্গে অভিমান করে কলেজছাত্রের ‘আত্মহত্যা’

রাজধানীর খিলগাঁওয়ে মায়ের সঙ্গে অভিমান করে নিজ ঘরে সাইদুল বাসার সীমান্ত (২৪) নামে এক কলেজছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি মিরপুর কমার্স কলেজে বিবিএ ফাইনাল ইয়ারের শিক্ষার্থী ছিলেন।

 

বৃহস্পতিবার (১২ জুন) রাতে খিলগাঁও সিপাহীবাগ ভূইয়াপাড়ার একটি বাসায় কক্ষের দরজা খুলে ওই কলেজছাত্রের ঝুলন্ত দেহ দেখতে পান স্বজনরা। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক রাত সাড়ে ১২টার দিকে মৃত ঘোষণা করেন।  

মানিকগঞ্জ সদর উপজেলার বালুরটেক গ্রামের মো. মিরাজের ছেলে সীমান্ত।  

হাসপাতালে তার মা সাহেরা খাতুন জানান, বৃহস্পতিবার রাতে কেনাকাটার জন্য কিছু টাকা চেয়েছিল সীমান্ত। তবে মা টাকা দিতে না পারায় মনোমালিন্য হয় তাদের। রাগ করে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দেন সীমান্ত। কিছুক্ষণ পর রুম থেকে একটি শব্দ পেয়ে স্বজনরা তার রুমের দরজা খুলে ভেতরে ঢুকে দেখেন, ফ্যানের সঙ্গে বিদ্যুতের তার পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছেন তিনি। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। তবে পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। ঘটনাটি খিলগাঁও থানা পুলিশ তদন্ত করছে।

এজেডএস/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।