ঢাকা: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা যায়, দিনে-দুপুরে কাঁধে ব্যাগ নিয়ে জনশূন্য একটি গলি দিয়ে হেঁটে যাচ্ছিলেন এক যুবক।
এ সময় যুবক বাধা দিলে ছিনতাইকারীরা ‘চাপাতি’ বের করে তাকে আঘাত করতে থাকে। এ সময় আশপাশে কয়েকটি কুকুর বেশ জোরেশোরে চিৎকার করছিল। পরবর্তীতে ছিনতাইকারীরা লুটপাট করে মোটরসাইকেলে চড়ে পালানোর চেষ্টা করে।
কিন্তু ভুক্তভোগী যুবক মোটরসাইকেলের চাকা ধরে রাখার চেষ্টা করেন এবং ছিনিয়ে নেওয়া ব্যাগ ও জিনিসপত্র ফিরিয়ে দেওয়ার জন্য হাতজোড় করে অনুরোধ জানাতে থাকেন। এতে ছিনতাইকারীরা ক্ষিপ্ত হয়ে মোটরসাইকেল থেকে নেমে তাকে আবারও চাপাতি দিয়ে সজোরে কোপ দিতে থাকে।
ভিডিওটির ক্যাপশনে লেখা, ঘটনাটি ১৯ মে রাজধানী মগবাজারের। ফেসবুকে একটি পেজ থেকে ভাইরাল সেই ভিডিওটি যাচাই শুরু করেছে পুলিশ। এটি সত্যিই ছিনতাই, নাকি সাজানো ঘটনা, সে বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।
রোববার (২৫ মে) সন্ধ্যার এ ব্যাপারে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু বলেন, কিছুক্ষণ আগে ফেসবুকে ভিডিওটা দেখেছি। বিষয়টি খোঁজখবর নিচ্ছি। মগবাজারের ঘটনা বলা হলেও এই বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি। এ কারণে আমরা বিস্মিত।
তাই ঘটনাটি আদৌ মগবাজারে ঘটেছে কিনা তা নিশ্চিত করতে সবরকম চেষ্টা চলছে বলে জানান ওসি।
এজেডএস/এসএএইচ