সাভারে স্থানীয় সংবাদকর্মী ও সাভার উপজেলা সাংবাদিক সমিতির আহ্বায়ক সোহেল রানার ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এঘটনায় আহত ওই সাংবাদিককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (২৪ মে) বিকেল ৬ টার দিকে সাভার সিটি সেন্টারের পেছনে এই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।
আটকরা হলেন- আল আমিন ইমন(২৬) এবং শাওন আহমেদ(২৫)। তারা অপ্পো সার্ভিস সেন্টারের স্টাফ বলে জানা গেলেও তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায় নি।
আহত সাংবাদিক সোহেল রানা জানান, তিনি বিকেল সাড়ে ৪ টার দিকে তার মোবাইল ফোন সার্ভিসিং করার উদ্দেশ্যে সাভার সিটি সেন্টারের পেছনের মার্কেট ইসলাম প্লাজায় অপ্পো মোবাইল সার্ভিসিং সেন্টারে যান। মোবাইল সেখানে দেখানো হলে সার্ভিস সেন্টারের পক্ষ থেকে জানানো হয় ফোন মেরামত করতে দুই সপ্তাহ সময় লাগবে। বেশি সময় চাওয়ায় ফোনটি সেখান থেকে নিয়ে বাইরের সার্ভিস সেন্টারে যান সোহেল রানা। সেখানে গিয়ে দেখেন তার ফোনের ভিতর সিম কার্ডটি নেই। পরে আবার সেই সার্ভিস সেন্টারে গেলে সিমটি পরের দিন এসে নিয়ে যেতে বলেন। এসময় তিনি তাদের ফোন নম্বর চাইলে সার্ভিস সেন্টারের দুই জন সোহেল রানার ওপর উত্তেজিত হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে তার ওপর হামলা করে সার্ভিস সেন্টারের লোকজন। এসময় তিনি আহত হলে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা৷ খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করে পুলিশ
সাভার উপজেলা সাংবাদিক সমিতির সদস্য সচিব আব্দুল্লাহ আল নোমান বাংলানিউজকে বলেন, আহত সোহেল রানাকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে সাভারের এনাম মেডিকেলে ভর্তি করা হয়। তার মাথার সিটি স্ক্যান করা হয়েছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া বলেন, সাংবাদিকের ওপর হামলার খবর পেয়ে দুইজনকে আটক করা হয়েছে। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এমএম