ঢাকা: রাজধানীর রায়েরবাজারে পুলপার এলাকায় দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে নুর ইসলাম (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি পেশায় আলোকচিত্রী ছিলেন।
শুক্রবার (১৬ মে) রাত ৮টার দিকে রায়েরবাজারে পুলপার এলাকায় এই ঘটনা ঘটে। রক্তাক্ত অবস্থায় নুর ইসলামকে রাত ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের বড় ভাই ওসমান গনি জানান, ধানমন্ডি শংকর বাসস্ট্যান্ড এলাকায় থাকেন তারা। তার ছোট ভাই নুর ইসলাম একজন ফটোগ্রাফার। রাতে ফোন কলে তিনি খবর পান, তার ছোট ভাইকে মোহাম্মদপুরের রায়েরবাগ এলাকায় দুর্বৃত্তরা কুপিয়েছে। পরবর্তীতে তিনি ঢাকা মেডিকেলে এসে ভাইয়ের লাশ দেখতে পান।
তিনি বলেন, ঘটনা সম্পর্কে বিস্তারিত আমি এখনও জানি না। তবে যতটুকু শুনেছি, নুর এবং তার বন্ধু রায়েরবাগ বাজারের এলাকা দিয়ে যাচ্ছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাদের পথরোধ করে তার ক্যামেরা এবং মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিলে নুরকে কুপিয়ে আহত করে। একপর্যায়ে তার সঙ্গে থাকা দুটি ফোন এবং মোবাইল ছিনিয়ে নিয়ে চলে যায় দুর্বৃত্তরা। এরপর তার বন্ধু এবং স্থানীয়রা তাকে উদ্ধার করে বাংলাদেশ মেডিকেলে নিয়ে যায়। অবস্থার অবনতি দেখে সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। তবে পথেই মারা গেছে সে।
নিহত নুর ইসলামের গ্রামের বাড়ি বরিশালের আগৈলঝাড়া উপজেলার পূর্ব সুজনকাঠি গ্রামে। বাবার নাম আবুল ফকির। ঢাকায় বিভিন্ন অনুষ্ঠানে ছবি তুলতেন তিনি।
চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে।
এজেডএস/এসএএইচ