ঢাকা: রাজধানীর বনানীর প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার ঘটনায় মামলার আসামি আলোচিত নারী শিক্ষার্থীর মধ্যে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ফারিয়া হক টিনা ইউনিভার্সিটি অব স্কলার্সের ইংরেজি বিভাগের শিক্ষার্থী।
শুক্রবার (৯ মে) বনানী থানার পরিদর্শক (অপারেশন) এ কে এম মঈন উদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানীর ভাটারা এলাকা থেকে টিনাকে গ্রেপ্তার করা হয়। পরে আজকে তাকে আদালতে পাঠানো হলে আদালত তার তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।
তিনি আরও জানান, শিক্ষার্থী পারভেজ হত্যাকাণ্ডের ঘটনায় টিনাসহ এ পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গত ১৯ এপ্রিল বিকেলে বনানীর প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র জাহিদুল ইসলাম ও তার বন্ধু মো. তরিকুল ইসলামের ওপর বিশ্ববিদ্যালয়ের সামনে রাস্তার ওপর কয়েকজন দেশি অস্ত্র নিয়ে হামলা চালান। পরে হামলায় গুরুতর আহত জাহিদুলকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জাহিদুল ইসলামের ফুফাতো ভাই হুমায়ুন কবীর বাদী হয়ে আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২৫-৩০ জনের বিরুদ্ধে বনানী থানায় একটি মামলা করেন।
জাহিদুলের বন্ধু মাজহারুল ইসলাম বলেছিলেন, ক্যাম্পাসের সামনে জাহিদুল তার দুই বন্ধুকে নিয়ে শিঙাড়া খাচ্ছিলেন। সেখানে আরও দুই নারী শিক্ষার্থী দাঁড়িয়ে ছিলেন। একপর্যায়ে ওই দুই নারী শিক্ষার্থীর মনে হয়, জাহিদুল ও তার বন্ধুরা তাদের নিয়ে হাসাহাসি করছেন। তারা এ বিষয়ে জানতে চাইলে জাহিদুল ও তার বন্ধুরা অস্বীকার করেন। পরে ওই দুই নারী শিক্ষার্থী গিয়ে বহিরাগত তিনজনকে ডেকে আনেন। ওই তিনজন এসে জাহিদুলদের কাছে হাসাহাসির কারণ জানতে চাইলে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে বিষয়টি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের নজরে আসে। তারা বিষয়টি মিটমাট করে দেন। একপর্যায়ে বহিরাগত ওই তিন যুবক আরও কয়েকজনকে নিয়ে এসে ফটকের বাইরে অবস্থায় নেন। জাহিদুল বিশ্ববিদ্যালয়ের ফটক থেকে বের হতেই তারা তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
এজেডএস/জেএইচ