ঢাকা, রবিবার, ২১ বৈশাখ ১৪৩২, ০৪ মে ২০২৫, ০৬ জিলকদ ১৪৪৬

জাতীয়

খিলক্ষেতে ট্রেনের ধাক্কায় মৃতের সংখ্যা বেড়ে ২

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৩, মে ৪, ২০২৫
খিলক্ষেতে ট্রেনের ধাক্কায় মৃতের সংখ্যা বেড়ে ২

ঢাকা: রাজধানীর খিলক্ষেতে ট্রেনের ধাক্কায় আহত অজ্ঞাতপরিচয় (১৪) বছরের এক কিশোর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই আরও একজন মারা যায়।

রোববার (৪ মে) এ ঘটনা সত্যতা নিশ্চিত করেছে পুলিশ।

শনিবার (৩ মে) রাত দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় ওই কিশোর। মৃত্যুর বিষয় নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক।

তিনি জানান, চিকিৎসাধীন অবস্থায় ওই কিশোর শনিবার রাতে হাসপাতালে মারা যায়। তবে এখনো তার পরিচয় পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
 
শনিবার বিকেল পৌনে ৩টার দিকে খিলক্ষেত হোটেল লা মেরিডিয়ানের বিপরীত পাশের রেললাইনে ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যায় (২৫) বছরের এক যুবক। আর আহত ওই কিশোরকে পথচারীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে।  

ঢাকা মেডিকেলে আহত কিশোরকে নিয়ে আসা পথচারী শাকিল বলেন, খিলক্ষেত রেললাইনে মানুষের ভিড় দেখে এগিয়ে যাই। সেখানে গিয়ে দেখি দুইজন রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। জানতে পারি ট্রেনের ধাক্কায় আহত হয়েছে। সেখান একজনকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসি।  

এদিকে ঢাকা রেলওয়ে বিমানবন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী জানান, শনিবার বিকেল পৌনে ৩টার দিকে ঢাকাগামী সুরমা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় আহত হয়েছিল ওই কিশোর। পথচারীরা তাকে ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে মারা যায় ওই কিশোর। তার পরিচয় পাওয়া যায়নি। পরিচয় পাওয়ার চেষ্টা চলছে। এ ঘটনায় এক যুবক ঘটনাস্থলে মারা যায়। তার বয়স হবে আনুমানিক (২৫) বছর।

এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।