ঢাকা: বাংলাদেশ ও আজারবাইজানের মধ্যে ভিসা সহজীকরণসহ একাধিক সমঝোতা স্মারক আলোচনা হয়েছে বলে জানিয়েছেন আজারবাইজানের উপ-পররাষ্ট্রমন্ত্রী এলনুর মামাদভ।
মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর তিনি এ কথা বলেন।
এলনুর মামাদভ বলেন, বাংলাদেশ ও আজারবাইজানের মধ্যে একাধিক সহযোগিতা চুক্তির প্রস্তাব রয়েছে। ভিসা সহজীকরণ নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। আমাদের উদ্দেশ্য হলো—দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর করা।
ঢাকায় আজারবাইজানের দূতাবাস স্থাপন প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে আজারবাইজানের কূটনৈতিক কার্যক্রম বাংলাদেশে পরিচালিত হয় আঙ্কারার দূতাবাস থেকে। একইভাবে বাংলাদেশও আজারবাইজানে নিজস্ব মিশন চালু করেনি। মিশন স্থাপনের বিষয়ে আলোচনা হতে পারে। তবে এখনও চূড়ান্ত কিছু হয়নি।
কাশ্মীর ইস্যুতে ভারত-পাকিস্তান উত্তেজনার বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়ে এলনুর মামাদভ বলেন, ‘আমি এখানে বাংলাদেশ-আজারবাইজান দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা করতে এসেছি। তাই এ বিষয়ে মন্তব্য করব না। ’
তিনি বলেন, ‘আমার সফরের মূল লক্ষ্য হচ্ছে—বাংলাদেশের সঙ্গে বাণিজ্য, শিক্ষা ও সাংস্কৃতিক ক্ষেত্রে যৌথভাবে কাজের সুযোগ অনুসন্ধান করা। আমরা বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা দেখছি। ’
এ সফরের প্রসঙ্গে আজারবাইজানের উপ-পররাষ্ট্রমন্ত্রী এলনুর মামাদভ জানান, কপ-২৯ সম্মেলনে অংশ নিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজারবাইজান সফর করেন। সে সময় দুই দেশের শীর্ষ নেতারা বৈঠক করেন এবং পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করার বিষয়ে একমত হন। সেই ধারাবাহিকতায় আজারবাইজানের প্রতিনিধি দল বাংলাদেশ সফরে এসেছেন।
এর আগে মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ-আজারবাইজান পররাষ্ট্র সচিব পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের পক্ষ থেকে নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন এবং আজারবাইজানের পক্ষে উপ-পররাষ্ট্রমন্ত্রী এলনুর মামাদভ।
** ঢাকায় বাংলাদেশ-আজারবাইজান পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক
টিআর/এসআরএস