ঢাকা: বেতন-ভাতা আদায়ে রাজধানীর নতুন বাজারের সড়কে বর্জ্য ফেলেছেন পরিচ্ছন্নতাকর্মীরা। এতে সড়কে সৃষ্টি হয়েছে যানজট।
মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর ১২টার দিকে রাজধানীর নতুন বাজারের প্রগতি সরণিতে ময়লা ফেলা শুরু করেন পরিচ্ছন্নতাকর্মীরা।
সূত্র জানায়, তারা (পরিচ্ছন্নকর্মীরা) বেতনের দাবিতে এভাবে এখানে ময়লা ফেলেছেন। তাদের এভাবে সড়কে ময়লা ফেলার কারণে সড়কের পশ্চিম পাশ তথা বাড্ডা থেকে কুড়িলের দিকে যাওয়া যানবাহনগুলো চলাচলে ধীরগতির সৃষ্টি হয়।
আন্দোলনে অংশ নেওয়া পরিচ্ছন্নতাকর্মী কামরুল বলেন, তারা ঢাকা উত্তর সিটি করপোরেশনের একটি ঠিকাদার প্রতিষ্ঠানের অধীনে বাসাবাড়ি থেকে বর্জ্য সংগ্রহ করেন। বিনিময়ে এই ঠিকাদার প্রতিষ্ঠান তাদের বেতন-ভাতা দেয়। কিন্তু তিন মাস ধরে তাদের বেতন-ভাতা ঠিকমতো দিচ্ছে না ঠিকাদার। এ কারণে তারা এভাবে রাস্তায় ময়লা ফেলে দাবি আদায়ে নেমেছেন। বেতন পরিশোধের প্রতিশ্রুতি পেলে তারা নিজেরাই সড়ক থেকে ময়লা তুলে নেবেন।
ডিএনসিসির উপ-প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মফিজুর রহমান ভূঁইয়া বলেন, নতুন বাজারে আমাদের একটি এসটিএস ময়লা রাখার ঘর রয়েছে। গত রাতে সেখানে অতিরিক্ত বর্জ্য থাকায় কিছু বর্জ্য রাস্তায় পড়েছে। এর মধ্যে পেলোডার নষ্ট থাকার কারণে বর্জ্যগুলো সরানো যাচ্ছে না। পরিচ্ছন্নতা কর্মীদের বেতন-ভাতার কোনো সংযুক্তি এখানে নেই।
ডিএনসিসির ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, পরিচ্ছন্নতাকর্মীরা বেতনের দাবিতেই সড়কে ময়লা ফেলে আন্দোলন করছেন। তবে তাদের পাওনা সিটি করপোরেশনের কাছে নয়। তাদের দাবি তাদের পরিচালনা করা কন্ট্রাক্টর বা ইজারা যারা নিয়েছে তাদের কাছে। সেখানকার পরিস্থিতিসহ কেন তারা এমন করছে, কারা তাদের বকেয়া বেতন পরিশোধ করেনি, এখানে সমস্যা কার-সার্বিক বিষয়ে খোঁজ নিচ্ছে ডিএনসিসি।
বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৫
এমএমআই/এইচএ/