ঢাকা, সোমবার, ৮ বৈশাখ ১৪৩২, ২১ এপ্রিল ২০২৫, ২২ শাওয়াল ১৪৪৬

জাতীয়

অভিভাবকদের বসা-পানির ব্যবস্থা করল ডিএনসিসি 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১১ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৫
অভিভাবকদের বসা-পানির ব্যবস্থা করল ডিএনসিসি 

ঢাকা: এবারের এসএসসি পরীক্ষার ২০টি কেন্দ্রে অভিভাবকদের বসার ও খাবার পানির ব্যবস্থা করে দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। রোদ থেকে রক্ষার জন্য ব্যবস্থা করা হয়েছে ছাউনির।

ডিএনসিসির ১০টি অঞ্চলে প্রতিটিতে দুইটি করে মোট ২০টি কেন্দ্রে এই ব্যবস্থা করা হয়েছে।

সোমবার (২১ এপ্রিল) ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, পরীক্ষার্থীরা হলে প্রবেশের পর থেকে পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত অনেক অভিভাবক কেন্দ্রেই অপেক্ষা করেন। যেহেতু দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় তাই অভিভাবকদের বসার ও পানি পানের ব্যবস্থা করেছি। রোদে যেন তাদের কষ্ট না হয় সেজন্য ছাউনির ব্যবস্থা করা হয়েছে। অনেক কেন্দ্রে অভিভাবকদের জন্য এই সুবিধাগুলো থাকে না, তাই ডিএনসিসি থেকে এই উদ্যোগ নিয়েছি।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৫
এমএমআই/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।