ঢাকা: রাজধানীর তুরাগ থানায় এক বৃদ্ধের সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর আলাপচারিতা নিয়ে তৈরি হওয়া একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ভাইরাল হয়েছে।
ভিডিও ফুটেজে দেখা যায়, স্বরাষ্ট্র উপদেষ্টা নিয়মিত বিভিন্ন থানায় পরিদর্শনে যান।
ভাইরাল হওয়া ভিডিও থেকে এ প্রতিবেদনটি করা, তবে শনিবার দুপুরে টঙ্গীর তুরাগ থানায় এ ঘটনা ঘটে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বৃদ্ধের কাছে জানতে চাইছেন আপনি কয়টি বিয়ে করেছেন, তখন বৃদ্ধ বলেন চারটি। এই উত্তর শুনে উপদেষ্টা বলেন মাশাআল্লাহ! এ সময় উপদেষ্টাসহ উপস্থিত সবাই হাসাহাসি করেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী ওই বৃদ্ধর কাছে জানতে চান, স্ত্রী কিসের মামলা করেছেন? বৃদ্ধ বলেন নারী নির্যাতনের মামলা।
পরে ওই বৃদ্ধ স্বরাষ্ট্র উপদেষ্টাকে বিস্তারিত জানান, তার প্রথম দুই স্ত্রী মারা যাওয়ার পর যে নারীকে বিয়ে করেন, তার সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়। পরে আবার বিয়ে করেন তিনি। এখন যিনি মামলা করেছেন, তিনি আগের সেই স্ত্রী। মামলায় যে অভিযোগ আনা হয়েছে সেগুলো মিথ্যা বলেও দাবি করেন ওই বৃদ্ধ।
সম্প্রতি ঢাকার বিভিন্ন থানায় নিয়মিত পরিদর্শন করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পরিদর্শনে গিয়ে তিনি জনগণের কথাও শোনেন।
বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২৫
এএটি