ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩২, ১৯ এপ্রিল ২০২৫, ২০ শাওয়াল ১৪৪৬

জাতীয়

সিদ্ধিরগঞ্জে মাঠে মিলল বিদ্যুৎ মিস্ত্রির মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৩ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৫
সিদ্ধিরগঞ্জে মাঠে মিলল বিদ্যুৎ মিস্ত্রির মরদেহ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আব্দুর রহিম (৪০) নামে এক বিদ্যুৎ মিস্ত্রির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে সিদ্ধিরগঞ্জের মিজমিজি কালুহাজী রোড এলাকার বালুর মাঠ থেকে এ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহত আব্দুর রহিম মিজমিজি আব্দুল আলী পুল এলাকার সাদেকের বাড়ির মৃত আ. সালাম তালুকদারের ছেলে। তার স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।

নিহতের বড়ভাই আব্দুর রব বলেন, আমার ভাই একজন বিদ্যুৎ মিস্ত্রি। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেলে আসর নামাজের সময় খাওয়া-দাওয়া করে বাসা থেকে বের হয়ে রাতে আর ফিরে আসেনি। সকালে লোক মারফত জানতে পারি আমার ভাই রহিমের মরদেহ পড়ে আছে। পরে আমরা থানা পুলিশকে খবর দেই। আমাদের ধারণা আমার ভাইকে কেউ হত্যা করে এখানে ফেলে রেখে গেছে।

নিহতের স্ত্রী লিপি বেগম বলেন, আমার স্বামী বিদ্যুতের কাজ করে সংসার চালাতেন। যারা আমার সন্তানদের এতিম করেছে আমরা তাদের সুষ্ঠু বিচার চাই।

ঘটনাস্থলে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফ উজ্জামান জানান, মিজমিজি কালুহাজী রোড এলাকায় একটি মরদেহ পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে এসে নিহতের পরিচয় জানতে পারি। বিদ্যুৎস্পৃষ্ট হলে যেমন আলামত দেখা যায় তেমনই নিহতের হাতে ও পায়ে চিহ্ন রয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, নিহতের পায়ে পোড়া দাগের চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর আসল কারণ নিশ্চিত হওয়া যাবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৫
এমআরপি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।