ঢাকা, বুধবার, ৩ বৈশাখ ১৪৩২, ১৬ এপ্রিল ২০২৫, ১৭ শাওয়াল ১৪৪৬

জাতীয়

বাড়িতে দুর্বৃত্তের আগুন: যা বললেন মানবেন্দ্র ঘোষ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৭ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৫
বাড়িতে দুর্বৃত্তের আগুন: যা বললেন মানবেন্দ্র ঘোষ চারুশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে প্রশাসনের লোকজন

মানিকগঞ্জ: পহেলা বৈশাখের মোটিফ বানানো চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের মানিকগঞ্জের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।  
 
মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতের কোনো এক সময় সদর উপজেলার গড়পাড়া বাজার এলাকার বাড়িটিতে দুর্বৃত্তরা এ আগুন দেয়।

 

আগুনে পুড়ে ছাই হয়ে গেছে তার চিত্রজীবনের অনেক স্মৃতি। মানবেন্দ্র ঘোষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার সাবেক শিক্ষার্থী।  

চারুশিল্পী মানবেন্দ্র ঘোষ সংবাদকর্মীদের বলেন, গত ১৩ এপ্রিল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে আমাকে নিয়ে একটি গ্রুপ মিথ্যাচার শুরু করে। আমি নাকি ফ্যাসিস্টের প্রতিকৃতি বানানোর কাজ করছি। এ নিয়ে আমাকে নানাভাবে হুমকি প্রদর্শন শুরু করে ওই গ্রুপটাতে। তখন আমি  নিরাপত্তাহীনতার কারণে থানায় সাধারণ ডায়েরি করি। পরে আমাকে যে ধরনের হুমকি দেওয়া হয়েছে তারই ধারাবাহিকতায় আমার পৈত্রিক বসতবাড়িতে আগুনের ঘটনা ঘটিয়েছে দুষ্কৃতকারীরা। বর্তমানে আমিসহ আমার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছি। এ ঘটনায় কোনো মামলা করেছেন কিনা এমন প্রশ্নে তিনি শুধু বলেন, মামলা করবো।

মানিকগঞ্জ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সালাউদ্দিন বলেন, মানবেন্দ্র ঘোষের বাড়িতে আনুমানিক রাত পৌনে ৩টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কারা কীভাবে এ ঘটনা ঘটিয়েছে তা তদন্ত সাপেক্ষে বলা যাবে।

মানিকগঞ্জের জেলা প্রশাসক ড. মনোয়ার হোসেন মোল্লা বলেন, চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুনের ঘটনা ঘটেছে তা পরিদর্শনে এসেছি। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি কেউ হয়ত শত্রুতা করে আগুন ধরিয়ে দিয়েছে। আমরা সরকারের পক্ষ থেকে প্রাথমিকভাবে কিছু আর্থিক সহায়তা দিয়েছি। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা নিরূপণের জন্য পুলিশের বিভিন্ন ইউনিট কাজ করছে।

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ