ঢাকা: নতুন বছর, নতুন ভোর, নতুন আশা- সব নতুনের আহ্বানে এলো ১৪৩২; বাংলা নববর্ষ। বাংলাদেশির এই আনন্দে শামিল হয়েছে ঢাকায় অবস্থিত বিভিন্ন দূতাবাস।
ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে এক স্ট্যাটাসে বলা হয়, ‘শুভ বাংলা নববর্ষ! নতুন বছর সবার জীবনে বয়ে আনুক আনন্দ, শান্তি আর নতুন সম্ভাবনার এক উজ্জ্বল সূচনা!’
যুক্তরাজ্য দূতাবাসের পেজে বলা হয়, ‘সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা! শুভ নববর্ষ ১৪৩২!’
অস্ট্রেলিয়ান দূতাবাসের পেজে বলা হয়, ‘শুভ নববর্ষ’।
জার্মান দূতাবাসের পেজে বলা হয়, ‘সবাইকে নববর্ষের শুভেচ্ছা জার্মান দূতাবাসের পক্ষ থেকে। ’
ভারতীয় হাই কমিশনের পেজে বলা হয়, ‘ভারতীয় হাই কমিশন, ঢাকা এর পক্ষ থেকে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন। শুভ নববর্ষ ১৪৩২। ’
এছাড়া নেদারল্যান্ড, রাশিয়া, কানাডা দূতাবাসও বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছে।
চীনের দূতাবাসের পেজে বলা হয়, ‘নতুনের সম্ভাবনায় রঙিন হোক বৈশাখ। আসুন, নতুন বছরে বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠার বার্তা ছড়িয়ে দিই এবং নতুন স্বপ্ন ও সম্ভাবনা নিয়ে একটি সুখী ও সমৃদ্ধ বিশ্ব গড়ে তুলি। শুভ নববর্ষ। ’
অপরদিকে সুইডিশ দূতাবাসের পক্ষ থেকে বলা হয়, ‘শুভ বাংলা নববর্ষ ১৪৩২! সবাইকে বৈশাখী শুভেচ্ছা। সুইডিশ দূতাবাস নতুন বাংলাবর্ষে আপনাদের সুখ এবং সম্মৃদ্ধি কামনা করছে। ’
বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপিত হচ্ছে। ‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’ প্রতিপাদ্য নিয়ে এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে থেকে সকাল ৯টায় ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ বের করা হয়। শোভাযাত্রাটি চারুকলা অনুষদের সামনে থেকে শুরু হয়ে শাহবাগ মোড় ঘুরে টিএসসি মোড়, শহীদ মিনার, শারীরিক শিক্ষাকেন্দ্র, দোয়েল চত্বর হয়ে বাংলা একাডেমির সামনের রাস্তা দিয়ে পুনরায় চারুকলা অনুষদে গিয়ে শেষ হয়।
বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২৫
ইএস/আরবি