ঢাকা, বুধবার, ২ বৈশাখ ১৪৩২, ১৬ এপ্রিল ২০২৫, ১৭ শাওয়াল ১৪৪৬

জাতীয়

গাজীপুরে ট্রেন লাইনচ্যুত: ১৪ ঘণ্টা পর ঢাকা-রাজশাহী রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১১ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২৫
গাজীপুরে ট্রেন লাইনচ্যুত: ১৪ ঘণ্টা পর ঢাকা-রাজশাহী রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের সালনা এলাকায় ট্রেন লাইনচ্যুত হওয়ার ১৪ ঘণ্টা পর ঢাকা-রাজশাহী রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

রোববার (১৩ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের পেছনের চারটি বগি লাইনচ্যুত হয়।

এর ফলে ঢাকা-রাজশাহী রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে বিকল্প ব্যবস্থা হিসেবে পদ্মা সেতু হয়ে ঢাকার কমলাপুর থেকে রাজশাহীগামী ট্রেন চলাচল করে।

সোমবার (১৪ এপ্রিল) ভোর ৪টার দিকে রেলওয়ের উদ্ধারকারী দল লাইনচ্যুত বগিগুলো উদ্ধার করে এবং পরে রেললাইন মেরামতের কাজ সম্পন্ন হলে আবারও স্বাভাবিকভাবে ট্রেন চলাচল শুরু হয়।

জয়দেবপুর রেলওয়ে জংশনের পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. নাদির-উজ-জামান জানান, সালনা এলাকায় চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের পেছনের চারটি বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার পর ওই চারটি বগি রেখে ট্রেনটি ঢাকার উদ্দেশে যাত্রা করে। ফলে ঢাকা-রাজশাহী রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। পরে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে বগিগুলো সরিয়ে নেয় এবং রেললাইন মেরামত করার পর পুনরায় ট্রেন চলাচল শুরু হয়।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২৫
আরএস/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।