ঢাকা, রবিবার, ২৯ চৈত্র ১৪৩১, ১৩ এপ্রিল ২০২৫, ১৪ শাওয়াল ১৪৪৬

জাতীয়

মোংলায় ২৪ কেজি হরিণের মাংস জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৫
মোংলায় ২৪ কেজি হরিণের মাংস জব্দ জব্দ করা হরিণের মাংস

বাগেরহাট: বাগেরহাটের সুন্দরবন সংলগ্ন মোংলায় চামড়াসহ ২৪ কেজি হরিণের মাংস এবং শিকার কাজে ব্যবহৃত একটি কাঠের নৌকা জব্দ করেছে কোস্টগার্ড।

শুক্রবার (১১ এপ্রিল) রাতে উপজেলার জয়মনিরঘোল বালুর মাঠ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এই চামড়া ও মাংস উদ্ধার করা হয়।

এ সময় কাউকে আটক করতে পারেননি কোস্টগার্ডের সদস্যরা।  

শনিবার (১২ এপ্রিল) সকালে জব্দ করা হরিণের চামড়া, মাংস এবং কাঠের নৌকা পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য নন্দবালা ফরেস্ট অফিসের কাছে হস্তান্তর করা হয়েছে।

কোস্টগার্ড পশ্চিম জোন, মোংলার মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মাহবুব হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হরিণের চামড়া ও মাংস উদ্ধার করা হয়েছে। জব্দ নৌকা চামড়া ও মাংস বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। সুন্দরবন ও উপকূল রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৫
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।