ঢাকা: ফিলিস্তিনের গাজায় চলমান ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত ‘মার্চ ফর গাজা’ সমাবেশে যোগ দিতে সকাল থেকেই লোকজন আসতে শুরু করেছেন।
শনিবার (১২ এপ্রিল) সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে যোগ দিতে দেখা গেছে তাদের।
বিকেল ৩টায় কর্মসূচি থাকলেও এদিন সকাল থেকেই লোকজন মিছিল নিয়ে আসছেন। কেউ কেউ ব্যক্তিগতভাবেও সমাবেশে যোগ দিচ্ছেন। রাজধানী ঢাকা ছাড়াও ঢাকার বাইরে থেকেও বিভিন্ন সংগঠনের লোকজন মিছিল নিয়ে সমাবেশে যোগ দিতে আসছেন।
‘মার্চ ফর গাজা’ কর্মসূচির আয়োজন করেছে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ। দল-মত নির্বিশেষে এই কর্মসূচিতে বিপুল মানুষের জমায়েতের প্রত্যাশা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১০৫৮ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৫
টিআর/আরবি