মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলার লক্ষ্মীনারায়ণপুর ধলা গ্রামে অভিযান চালিয়ে আমেরিকান একটি পিস্তল, তিন রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিনসহ লাল্টু বিশ্বাস (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী।
আটক লাল্টু একই এলাকার মৃত আক্কাছ বিশ্বাসের ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১১ এপ্রিল) সকাল ৬টার দিকে বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এর আগে ভোর ৪টা থেকে সেনাবাহিনীর একটি দল লাল্টু বিশ্বাসের বাড়ির চারপাশ ঘেরাও করে অভিযান শুরু করে। প্রায় দুই ঘণ্টা অভিযান চালিয়ে লাল্টু বিশ্বাসকে অস্ত্র-গুলি-ম্যাগাজিনসহ আটক করা হয়।
মেহেরপুর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন রওশন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, আমার ও লেফটেন্যান্ট মিনহাজের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
লাল্টু বিশ্বাসের বিরুদ্ধে চাঁদাবাজি, ডাকাতি, যানবাহনে ছিনতাই, আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও মানুষকে ভয়ভীতি দেখানোর অভিযোগ রয়েছে বলে জানায় সেনাবাহিনী।
আগ্নেয়াস্ত্র আইনে মামলা দিয়ে লাল্টু বিশ্বাসকে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪০৭ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৫
এসআই