ঢাকা, রবিবার, ২৯ চৈত্র ১৪৩১, ১৩ এপ্রিল ২০২৫, ১৪ শাওয়াল ১৪৪৬

জাতীয়

বগুড়ায় বাসের ধাক্কায় অটোচালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩১ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৫
বগুড়ায় বাসের ধাক্কায় অটোচালক নিহত

বগুড়া: বগুড়ার কাহালু উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় নুর আলম (৫৫) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। শুক্রবার (১১ এপ্রিল) সকালে উপজেলার ভাবরা এলাকায় বগুড়া-নওগাঁ আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে।

নিহত নুর আলম বগুড়া কাহালু উপজেলার শিখর বিবির পুকুর গ্রামের মৃত ওসমান আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৮টার দিকে দরগারহাট এলাকা থেকে অটোরিকশা চালিয়ে নিজ বাড়ির উদ্দেশে রওনা দেন নুর আলম। পথে ভাবরা নামক স্থানে পৌঁছালে একটি বাস তার অটোরিকশাকে ধাক্কা দেয়।  

এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে খবর পেয়ে কাহালু থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৫
কেইউএ/আরএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।