ঢাকা, রবিবার, ২৯ চৈত্র ১৪৩১, ১৩ এপ্রিল ২০২৫, ১৪ শাওয়াল ১৪৪৬

জাতীয়

পরিদর্শনে গিয়ে লালগালিচা দেখে ক্ষোভ ঝাড়লেন স্বরাষ্ট্র উপদেষ্টা

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২০ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৫
পরিদর্শনে গিয়ে লালগালিচা দেখে ক্ষোভ ঝাড়লেন স্বরাষ্ট্র উপদেষ্টা

সিলেট: সিলেট নগরের বিমানবন্দর থানা পরিদর্শনে গিয়ে লালগালিচা দেখে ক্ষোভ প্রকাশ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। সংবর্ধনা দিতে এ ধরনের কর্মকাণ্ডকে ‘আসল কাজ রেখে সময় অপচয়’ বলে উল্লেখ করেন তিনি।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সিলেট নগরের বিমানবন্দর থানায় গিয়ে এভাবেই স্বরাষ্ট্র উপদেষ্টা ক্ষোভ প্রকাশ করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টার আগমন উপলক্ষে এদিন লালগালিচা সংবর্ধনার ব্যবস্থা করেছিল সিলেট বিমানবন্দর থানা পুলিশ। তৈরি করা করা হয় গার্ড-অব-অনার মঞ্চের। বিষয়টি সহজভাবে নিতে পারেননি স্বরাষ্ট্র উপদেষ্টা। থানা চত্বরে ঢুকে গাড়ি থেকে নেমে পুলিশ সদস্যদের সঙ্গে হাত মিলিয়ে এমন আয়োজন দেখে তিনি ক্ষেপে যান। সবার সামনেই উপস্থিত পুলিশ কমিশনারসহ কর্মকর্তাদের ওপর ক্ষোভ ঝাড়েন।

এসময় জাহাঙ্গীর আলম চৌধুরীকে রাগত স্বরে বলতে শোনা গেছে, ‘কতবার নিষেধ করেছি? এই প্রটোকল করতে করতে তোমাদের সময় শেষ। আসল কাজ করতে পারো না তোমরা। ১০০ বার একটা কথা বললে তোমরা শোনো না। কেন রাখছো, উঠাও উঠাও। না করি তোমরা শোনো না। ’

এ সময় সিলেট মহানগর পুলিশ কমিশনারসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। পরে উপস্থিত পুলিশ সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ‘আপনারা জানেন যে, পুলিশের থেকে আমাদের আশা অনেক। কিন্তু তাদের থাকা-খাওয়ার অনেক সমস্য আছে। এগুলোর উন্নতি করা দরকার। আপনারা এগুলো বলবেন যে, এদের থাকা ও খাওয়ার উন্নতি করা দরকার। ’

৫ আগস্ট ও পরবর্তী সময়ে লুণ্ঠিত অস্ত্রের কারণে দেশের নিরাপত্তায় হুমকি থাকতেই পারে বলে মন্তব্য করেন তিনি। বলেন, ‘এখনো সব অস্ত্র উদ্ধার হয়নি, অস্ত্র উদ্ধারে চেষ্টা করছে সরকার। আর আইন নিজের হাতে তুলে নিতে চাইলেই পুলিশ অ্যাকশন নেবে। পুলিশ কোনো মব জাস্টিস ভয় পায় না। ’ 

এদিকে লালগালিচা দেখে স্বরাষ্ট্র উপদেষ্টার ক্ষোভ ঝাড়ার সেই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যা ব্যাপক সাড়া ফেলে দিয়েছে। যেখানে স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রশংসায় ভাসাচ্ছেন নেটিজেনরা। ভিডিওটি শেয়ার করে ইতিবাচক মন্তব্যই দেখা যাচ্ছে ফেসবুকজুড়ে।  

বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৫
এনইউ/এসএএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।