ঢাকা: রাজধানীর কামরাঙ্গীরচর সিলেটি বাজার এলাকায় গণপিটুনিতে মাসুদ (৩০) ও নাদিম (৩৫) নামে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় সোহাগ (২৮) নামে আরও একজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে পুলিশ। বুধবার (৯ এপ্রিল) রাতে কামরাঙ্গীরচর সিলেটি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আহত মনির হোসেন জানান, তারা সিলেটি বাজার এলাকায় বাবুলের বাড়িতে ভাড়া থাকেন। তার তিনটি রিকশা রয়েছে। তবে তিনি নিজেও রিকশা চালান। গত ৮ মার্চ মাসুদের নেতৃত্বে চাঁদাবাজরা চা দোকানদার নুর মোহাম্মদের কাছে এক লাখ টাকা দাবি করে। কিন্তু চাঁদা না দেওয়ায় সেদিন নুর মোহাম্মদকে ছুরিকাঘাতে আহত করা হয়। এ সময় তার স্ত্রী বাধা দিতে এলে তাকেও ছুরিকাঘাতে আহত করে সন্ত্রাসীরা। ওই ঘটনায় নুর মোহাম্মদ কামরাঙ্গীরচর থানায় মামলা করেন।
কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বাংলানিউজকে সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, এরা সংঘবদ্ধ ছিনতাইকারী ও চাঁদাবাজ ছিলেন। এর আগে তাদের নামে মামলা হয়েছিল। ধারণা করা হচ্ছে এর জের ধরে আজকে কয়েকজন মামলার বাদীসহ দুজনকে ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা তিনজনকে গণপিটুনি দেয়। মাসুদ নামে একজন ঘটনাস্থলে মারা যান। সোহাগ ও নাদিম নামে দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে নাদিমও মারা যান। আহত সোহাগ হাসপাতালে চিকিৎসাধীন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৫
এজেডএস/আরআইএস