ঢাকা, রবিবার, ২৯ চৈত্র ১৪৩১, ১৩ এপ্রিল ২০২৫, ১৪ শাওয়াল ১৪৪৬

জাতীয়

সুন্দরবনে অপহৃত নারীসহ ৩৩ জেলে উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২২ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৫
সুন্দরবনে অপহৃত নারীসহ ৩৩ জেলে উদ্ধার

বাগেরহাট: সুন্দরবনে দস্যু করিম শরীফ বাহিনীর হাতে অপহৃত ছয় নারীসহ ৩৩ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড।  

সুন্দরবনের করকরি নদীর মাল্লাখালী এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এসব তথ্য জানান।

তিনি বলেন, সুন্দরবনের দস্যু করিম শরীফ বাহিনী তাদের গোপন আস্তানায় ১৬টি নৌকাসহ ৩৩ জন জেলেকে জিম্মি করে রেখেছে এমন তথ্যের ভিত্তিতে বুধবার (৯ এপ্রিল) বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সুন্দরবনের করকরি নদীর মাল্লাখালী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে দস্যু বাহিনীর সদস্যরা ফাঁকা গুলি ছুড়ে বনে পালিয়ে যান। পরে ওই এলাকা থেকে ১৬টি নৌকাসহ অপহরণকৃত ছয়জন নারী সদস্যসহ ৩৩ জন জেলেকে উদ্ধার করা হয়।

উদ্ধার জেলেদের বরাত দিয়ে তিনি আরও বলেন, জেলেরা বুধবার (৯ এপ্রিল) সকালে মাছ ও কাঁকড়া ধরার জন্য কয়রা হতে সুন্দরবনের উদ্দেশে গমন করে। পরে করিম শরীফ বাহিনীর সদস্যরা তাদের জিম্মি করে প্রতি জনের কাছ হতে ১০ হাজার টাকা করে মুক্তিপণ দাবি করে।

উদ্ধারকৃতদের কোস্টগার্ড স্টেশন কয়রাতে নিয়ে এসে প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার দেওয়া হয়। তারা সবাই খুলনা জেলার কয়রা থানার বাসিন্দা। নৌকাসহ তাদের পরিবারের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানান কোস্টগার্ডের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১০২২ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৫
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।