ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের ঘটনায় ১২ মামলার এজাহারনামীয় আসামি, বাড্ডা থানা যুবলীগের আহ্বায়ক কাউসার মাহমুদ ওরফে গলাকাটা কাউসারকে (৪৫) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গুলশান বিভাগ।
বুধবার (৯ এপ্রিল) রাতে রাজধানীর ভাটারা থানা এলাকা থেকে তাকে গ্ৰেপ্তার করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
ডিবি-গুলশান বিভাগের সূত্রের বরাত দিয়ে তিনি জানান, গ্ৰেপ্তারের পর জিজ্ঞাসাবাদে কাউসার ঢাকা মহানগরীতে সম্প্রতি যুবলীগের ঝটিকা মিছিলে অংশগ্রহণ করেছ বলে স্বীকার করেছে।
তিনি আরও জানান, গ্রেপ্তার কাউসারের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় ১২টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ০৯২৮ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৫
এমএমআই/আরএ