ঢাকা: বাংলাদেশ থেকে আরও বেশি জনশক্তি নিতে সৌদি আরবের বিদায়ী রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ বিন ঈসা আল দুহাইলানকে আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
বুধবার (৯ এপ্রিল) সকালে সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই আহ্বান জানান।
উপদেষ্টা বলেন, বর্তমানে সৌদি আরবে প্রায় ৩ দশমিক ২ মিলিয়ন বাংলাদেশি কর্মরত রয়েছেন। এ সংখ্যা ৪ মিলিয়নে উন্নীত করতে সৌদি সরকারের সহযোগিতা প্রত্যাশা করছি।
বৈঠকে সৌদি আরবে বসবাসরত বৈধ পাসপোর্টবিহীন ৬৯ হাজার বাংলাদেশি নাগরিকের পাসপোর্ট ইস্যু ও নবায়ন সংক্রান্ত বিষয়েও আলোচনা হয়। এ প্রসঙ্গে রাষ্ট্রদূত জানান, সৌদি সরকার এ বিষয়ে বাংলাদেশকে নিয়মিত অনুরোধ জানিয়ে আসছে।
উপদেষ্টা জানান, এই সমস্যা সমাধানে দুই দেশের মধ্যে একটি প্রটোকল স্বাক্ষরিত হয়েছে এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।
রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে সৌদি আরব সবসময় পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে। জনশক্তি ছাড়াও দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও সংস্কৃতি বিনিময়ে সম্পর্ক আরও জোরদার হচ্ছে।
বৈঠকে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, এপ্রিল ৯, ২০২৫
এমএমআই/এমজে