ঢাকা, রবিবার, ৩০ চৈত্র ১৪৩১, ১৩ এপ্রিল ২০২৫, ১৪ শাওয়াল ১৪৪৬

জাতীয়

সৌদি আরবে দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৫ ঘণ্টা, এপ্রিল ৯, ২০২৫
সৌদি আরবে দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার যুবক নিহত ইসহাক

ব্রাহ্মণবাড়িয়া: সৌদি আরবের দাম্মাম শহরে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার কসবার যুবক ইসহাক সায়েদ (২১)। তিনি কসবা পৌরসভার আড়াইবাড়ি গ্রামের বাসিন্দা খোরশেদ আলমের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার স্থানীয় সময় রাত ৩টার দিকে দাম্মাম শহরে খাবার ডেলিভারি দিতে গিয়ে ট্রাকের চাপায় গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান ইসহাক। তিনি সৌদি আরবের 'হাঙ্গেরি' নামক একটি কোম্পানিতে ফুড ডেলিভারি রাইডার হিসেবে কর্মরত ছিলেন।

ইসহাকের বাবা খোরশেদ আলম বলেন, সংসারের হাল ধরতে এবং উজ্জ্বল ভবিষ্যতের আশায় গত বছরের আগস্ট মাসে ছেলেকে সৌদি আরব পাঠাই। কিন্তু আজ তাকে হারালাম। সরকারের কাছে আমার আকুল আবেদন, যেন আমার ছেলের মরদেহ দ্রুত দেশে ফেরত আনা হয়।

এদিকে তার মৃত্যুর খবরে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বলছেন, ইসহাক ছিলেন ভদ্র ও পরিশ্রমী এক তরুণ। তার এভাবে চলে যাওয়া পুরো এলাকায় শোকের আবহ তৈরি করেছে।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।