ঢাকা, রবিবার, ৩০ চৈত্র ১৪৩১, ১৩ এপ্রিল ২০২৫, ১৪ শাওয়াল ১৪৪৬

জাতীয়

খুলনায় চুরি হওয়া বাটা জুতা উদ্ধার, গ্রেপ্তার ৫

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৬ ঘণ্টা, এপ্রিল ৯, ২০২৫
খুলনায় চুরি হওয়া বাটা জুতা উদ্ধার, গ্রেপ্তার ৫

খুলনা: গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বর গণহত্যার প্রতিবাদ এবং ফিলিস্তিনের মানুষের প্রতি সংহতি জানিয়ে ‘গ্লোবাল স্ট্রাইক’ কর্মসূচির সমর্থনে আয়োজিত বিক্ষোভ মিছিলের সুযোগ নিয়ে খুলনায় বাটা শোরুম থেকে দুর্বৃত্তদের চুরি করা জুতা উদ্ধার করা হয়েছে। হামলার ভিডিও এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ মঙ্গলবার রাতে ৫ জনকে গ্রেপ্তার করেছে।

বুধবার (৯ এপ্রিল) দুপুরে খুলনা মেট্রাপলিটন পুলিশের (কেএমপি) এডিসি (মিডিয়া) মোহাম্মদ আহসান হাবীব জানান, সোমবার সারা দেশের মতো খুলনা মহানগরেও বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ওই দিন সন্ধ্যায় বিক্ষোভ মিছিল থেকে দুর্বৃত্তরা নগরের ময়লাপোতা কেডিএ অ্যাভিনিউয়ের কেএফসি ফুড কোর্ট এবং শিববাড়ি মোড়ে হোটেল টাইগার গার্ডেনের নিচতলায় অবস্থিত বাটা শোরুমে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর এবং লুটপাট করে। ওই সময় তারা কেএফসির আসবাবপত্র, ইলেকট্রনিক সমাগ্রী এবং বাটা শোরুম ভাঙচুর করে ও জুতা লুট করে নিয়ে যায়।

এই ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক এবং অরাজক পরিস্থিতি সৃষ্টিকারীদের গ্রেপ্তারের জন্য খুলনা মেট্রোপলিটন পুলিশ সাঁড়াইশ অভিযান পরিচালনা করে মঙ্গলবার সকাল পর্যন্ত ৩১ জনকে আটক করে। হামলার ভিডিও এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ রাতে আরও ৫ দুর্বৃত্তকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারদের কাছ থেকে বাটার লুট হওয়া পাঁচ জোড়া জুতা এবং একটি লেডিস ব্যাগ উদ্ধার করা হয়েছে। হামলা ও লুটের ঘটনায় জড়িত অন্যাদেরকে শনাক্ত করে গ্রেপ্তারের জন্য অভিযান চলমান আছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান এডিসি আহসান হাবীব।

খুলনায় বাটা, ডমিনো’স ও কেএফসিতে হামলা-ভাঙচুর ও লুটপাটের ঘটনায় মঙ্গলবার রাতে সোনাডাঙ্গা থানায় তিনটি মামলা হয়েছে। পৃথক তিনটি মামলায় অন্তত ২৯০০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে। মামলা তিনটি  দায়ের করেন ওই তিন প্রতিষ্ঠানের ম্যানেজাররা।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০২৫
এমআরএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।