ঢাকা, রবিবার, ৩০ চৈত্র ১৪৩১, ১৩ এপ্রিল ২০২৫, ১৪ শাওয়াল ১৪৪৬

জাতীয়

হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ১০ মামলা দায়ের: প্রেস সচিব

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৪ ঘণ্টা, এপ্রিল ৯, ২০২৫
হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ১০ মামলা দায়ের: প্রেস সচিব শফিকুল আলম

ঢাকা: গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ চলাকালে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ১০টি মামলা দায়ের করা হয়েছে বলে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন।  

বুধবার (৯ এপ্রিল) এক বিবৃতিতে প্রেস সচিব এ সব কথা জানান ৷

তিনি বলেন, সোমবার বিক্ষোভ চলাকালীন ভাঙচুর ও দোকানে হামলার ঘটনায় এখন পর্যন্ত কমপক্ষে ৭২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আনুষ্ঠানিকভাবে দশটি মামলা দায়ের করা হয়েছে।  

আরও তদন্ত চলছে এবং এই নিন্দনীয় কাজের জন্য দায়ীদের বিরুদ্ধে আরও মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও উল্লেখ করেন শফিকুল আলম।

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০২৫
এসকে/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।